এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার ৭৭ দশমিক ৭৮
- আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ১৬৪০ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার ৭৭ দশমিক ৭৮। জিপিএ-ফাইভ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা। সর্বোচ্চ পাশের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ বরিশালে। পাস করেনি রাজশাহীর ১২টি কলেজের কোন পরীক্ষার্থীই।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এইচএসসি’তে পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭৪ হাজার ১২৫। জিপিএ-ফাইভ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন।
সট:অধ্যাপক এ এম এম মুজিবুর রহমানম, পরীক্ষা নিয়ন্ত্রক। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ। জিপিএ- ফাইভ পেয়েছেন ২৪ হাজার ৯০২ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৯ হাজার ৯৯৩। পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন। জিপিএ-ফাইভ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এবছর পাশের হারা ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ১০৯ এবং মেয়ের সংখ্যা ২ হাজার ৭১৭। এইচএসসি’তে ৮১ দশমিক ৮৫ শতাংশ নিয়ে সর্বোচ্চ পাশের হার এবার বরিশালে। পরীক্ষায় অংশ নেয় ৬৬ হাজার ৮৭ পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৮৯ জন। জিপিএ-ফাইভ পেয়েছেন ৪ হাজার ১৬৭ শিক্ষার্থী। সিলেট গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ফাইভ দুটোই বেড়েছে। পাসের হার ৮৫ দশমিক ৩৯। গত কয়েকবছর সিলেটে জিপিএ কম থাকলেও এবছর রেকর্ড ৬ হাজার ৬৯৮ জন জিপিএ-ফাইভ পেয়েছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ৭ হাজার ৯২২ জন। এগিয়ে মেয়েরা। দিনাজপুরে পাশের হার ৭৭. ৫৬ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন। এক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। যশোরে এইচএসসি’তে এবার পাসের হার ৬৪.২৯ শতাংশ। ২০২৩ সালে ছিল ৬৯ দশমিক ৮৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার।