এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেয়া হবে ৮ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এই তারিখ ঠিক করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম মেনে ৮ তারিখ দেয়া হয়েছে। সেদিন শিক্ষামন্ত্রী ড. দীপুমণি আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। পরে তিনি ফল প্রকাশের ঘোষণা দেবেন। করোনা ও বন্যার কারণে গেলো ৬ নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি। এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়া হয়। আগের শিক্ষাবর্ষের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।