এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
- আপডেট সময় : ০২:১০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮০৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশের শিক্ষাব্যবস্থা যুগপযোগী করা হচ্ছে। সকালে, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই।এবার পাশের হার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে প্রয়োজন শিক্ষিত জনগোষ্ঠী।
এছাড়া, দেশের শিক্ষাব্যবস্থা যুগোপযোগী করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এবছর ৫৭ কার্য দিবসের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। ২ হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।