এইচএসসি পরীক্ষা নেয়ার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি : ডা. দীপুমনি
- আপডেট সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষা নেয়ার মতো অনুকূল পরিবেশ এখনো হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরীক্ষা নিতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। সভায় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ১৫ আগস্টের ঘটনায় পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করার আহবান জানান। আর স্বাধীনতার চেতনা ধ্বংসকারীদের রুখে দিতে সভায় দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন–আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে– হাসুমনির পাঠশালা আয়োজন করে আগস্ট এক অন্ধকার অধ্যায় শিরোনাম শীর্ষক গোল টেবিল আলোচনা ও চিত্র প্রদর্শনী । এতে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধান আলোচক শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
এসময় ৭৫-এর ১৫ আগস্টে বর্রোচিত হত্যাকান্ডের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় রয়েছে।
আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ১৫ আগস্টের খুনি ও যুদ্ধাপরাধীদের রাজনীতির সুযোগ দিয়েছিলেন জিয়াউর রাহমন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
শিক্ষার মান বাড়াতে সরকার সব ধরণের পদক্ষেপ নেয়ার কথাও জানান ডা. দীপুমনি।