এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া যেতে পারে : জিএম কাদের
- আপডেট সময় : ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশ, জাতি ও মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সরকার আবারো বিবেচনা করতে পারে। তিনি বলেন, যেখানে সবকিছুই খুলে দেয়া হয়েছে, সেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়া যেতে পারে।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন,
জেএসসি ও এসএসসি পরিক্ষার ফলাফল বিবেচনায় সবার জন্য এইচএসসি পরিক্ষার ফলাফল নির্ধাণ করা হতে পারে। কিন্তু যারা পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করতে পারে সরকার। এসময় তিনি দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদন্ডের বিধান নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান। বলেন, ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। দ্রুততার সাথে বিচারের রায় কার্যকর করলেই দেশ থেকে ধর্ষনের মত সামাজিক ব্যধি দূর করা সম্ভব হবে।