এই সরকার পাকিস্তানের প্রেতাত্মা : বিএনপির নেতারা
- আপডেট সময় : ০৮:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
রাজপথে থেকে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তারা। এসময় নেতারা বলেন, এই সরকার পাকিস্তানের প্রেতাত্মা, এদের দেশের জনগণ ছাড় দিবে না। মামলা হামলা করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তারা।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। আলোচনা সভায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অর্জনে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরা হয়। পাকিস্তানীদের অত্যাচার নিপীড়নের জবাবের মতো দেশের মানুষ স্বৈরাচারী এই সরকারকেও দেবে…হুঁশিয়ারী দেন গয়েশ্বর চন্দ্র রায়।
জনগণের মৌলিক অধিকার ফেরাতে রাজপথেই চলবে আন্দোলন, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া, গণতন্ত্র ও শান্তি ফিরবে না। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান নেতারা।