এএফসি এশিয়ান কাপ-২০২৩-এর কোয়ালিফায়ারে অংশগ্রহণ করতে মালয়েশিয়ায় জাতীয় ফুটবল দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
এএফসি এশিয়ান কাপ-২০২৩-এর কোয়ালিফায়ারে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে।
এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ- বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়া। আজ খেলোয়াড়রা কোন অনুশীলন করেনি। সকালে সবাই সুইমিংয়ে রিকভারি করেছেন। এরপর বাংলাদেশ জাতীয় ফুটবল দল হোটেলের নিকটস্থ মসজিদে সবাই একত্রিত হয়ে জুম্মার নামায আদায় করেন। শনিবার থেকে অনুশীলন করবে দল। জানিয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন। এদিকে ভিসা জটিলতায় ইন্দোনেশিয়ায় না যেতে পারলেও আজ মালয়েশিয়ায় দলের সাথে যোগ দিয়েছেন মাহবুবুর রহমান সুফিল।