এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামবে বসুন্ধরা কিংস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামবে বসুন্ধরা কিংস। ডি-গ্রুপের ম্যাচে এবার বাংলাদেশ প্রতিনিধিদের প্রতিপক্ষ ভারতের ক্লাব এটিকে মোহন বাগান।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। প্রথম ম্যাচের দাপুটে জয়ে উড়ছে বসুন্ধরা কিংক। মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসকে হারিয়েছে বাংলাদেশ প্রতিনিধিরা। এবার জয়ের ধারা ধরে রাখার মিশনে নামবে ব্রুজন শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে মোহন বাগান হারায় কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে বসুন্ধরা কিংস। যদিও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশের প্রতিনিধিরা। ২০২১ সালের শেষবার মুখোমুখি হয়েছিলো দু’দল। সেবার মোহন বাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা।