এএসপি আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় ডা. আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চিকিৎসার নামে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার- এএসপি আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ২ দিন মঞ্জুর করে আদালত।
দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তেজগাও বিভাগের উপ-কমিশনার মো. হারুন অর রশীদ। সকালে শেরেবাংলা নগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।এর আগে গ্রেপ্তারদের মধ্যে আদালতে চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আব্দুলাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হানুর বলেন, রেজিস্টার মামুনের পরামর্শেই দালালের মাধ্যমে পুলিশ কর্মকর্তা আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়েছিলো।উপ কমিশনার হারুন বলেন,ডাক্তার মামুন মাইন্ড এইড হাসপাতাল ছাড়াও টাঙ্গাইলের একটি এবং ঢাকার আরেকটি বেসরকারি হাসপাতাল রোগী দেখেন।মাইন্ড এইডে হাসপাতালে কোনো রোগী পাঠালে ৩০ শতাংশ কমিশন পেত এই ডাক্তার। ইতিমধ্যে শ্যামলী এলাকায় ৩০ জন দালালকে আটক করা হয়েছে। এছাড়া এই এলাকায় ১ থেকে দেড়শ অনুমোদনহীন হাসপাতাল ও প্যাথলজি রয়েছে, স্বাস্থ্য অধিদফতরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান তিনি। আনিসুল হত্যাকান্ডের ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ১৫ আসামির মধ্যে ১২জনকে গ্রেফতার করেছে পুলিশ।