একই পরিবারের চারজনকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৮০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার দায়ে ছোট ভাই রায়হানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী এসএম হায়দার জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।গত বছর ১৪ অক্টোবর গভীর রাতে কলারোয়ার খলিশা গ্রামে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।