একটি ঈর্ষান্বিত মহল এসএ পরিবহনের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে
- আপডেট সময় : ০৮:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৭৪২ বার পড়া হয়েছে
ঈর্ষান্বিত হয়ে একটি মহল জরুরি সেবা সার্ভিস এসএ পরিবহনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে নেমেছে। উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে এ গোষ্ঠীটি। প্রায় চার যুগ ধরে গ্রাহকের আস্থার সঙ্গে সেবা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশে-বিদেশে ব্যাপক প্রসারের কারণে কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে দাবি কর্তৃপক্ষের। ভাবমূর্তি ক্ষুন্ন করায় আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
জরুরি সেবায় দেশ-বিদেশে গ্রাহকের আস্থার প্রতীক এসএ পরিবহণ ও পার্সেল সার্ভিস। প্রায় চার যুগ ধরে গ্রাহকের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
কুরিয়ার সেবায় এসএ পরিবহণ দেশে-বিদেশে শীর্ষস্থানে থাকায় একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করছে কর্তৃপক্ষ। এটাকে সুনাম ক্ষুন্নের অপতৎপরতা বলে মনে করছে তারা।
গেলো ১৬ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মার্কিন প্রবাসী এক দম্পতির পন্য সরবরাহকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি করেছে তার স্বজন। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য দিয়ে প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। পরে বিষয়টি এসএ পরিবহণের নজরে এলে অনুসন্ধানে নামে এসএটিভি।
ক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন প্রবাসীর ছেলে আরবাব খান। পরে, ভুল স্বীকার করেন এসএটিভির কাছে।
বিয়ানীবাজারে এসএ পরিবহণের গ্রাহক সেবা ও আস্থা নিয়ে স্বস্তির কথা জানায়, স্থানীয় গ্রাহকরা।
এ ঘটনায় কাতার এয়ারওয়েজ থেকে পন্য সরবরাহের সাথে সংশ্লিষ্টরা জানায়, দীর্ঘদিন ধরে এসএ পরিবহণে মালামাল বহন করে তারা। তবে, এ পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পায়নি।
বিকৃত তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের চেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসএ পরিবহনের উত্তরা শাখা ম্যানেজার।
সেবা আরও উন্নত করতে দিনের পর দিন আন্তর্জাতিক মানের উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।