একতরফা তফসিল ঘোষণার দায়ে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে : ইসলামী আন্দোলনের নেতারা
- আপডেট সময় : ০৬:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৯৮৭ বার পড়া হয়েছে
একতরফা তফসিল ঘোষণার দায়ে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার -হয়রানির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা গণবিরোধী । বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নির্বাচন কমিশন অভিমূখে গণমিছিল পূর্বসমাবেশে এ সব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা। পরে গণমিছিলটি আগারগাঁওয়ে ইসি অভিমুখে রওনা হলে শান্তিনগরে গেলে আটকে দেয় পুলিশ। সেখানে তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় দলটি ।
নির্বাচনকালিন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর অবরোধ কর্মসূচির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল বের করে ইসলামী আন্দোলন। মিছিলটি বিজয়নগর হয়ে কাকরাইল মোড় ঘুরে শান্তিনগরে পৌছালে পুলিশ ব্যারিকেড দেয়।
সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের প্রেডিসিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেম বিল্লাহ আল মাদানী নির্বাচন কমিশনকে তফসীল ঘোষনা না করার আহবান জানান। এর আগে, বায়তুল মোকাররমে গণমিছিল পূর্ব সমাবেশে সংঠগনের নেতারা তফসীল ঘোষণার সমালোচনা করে বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও কমিশন একের এর নিরপেক্ষতা হারিয়ে জাতির সাথে বেঈমানী করছে। তফসীল ঘোষণার প্রতিবাদে বৃহস্প্রতিবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেম বিল্লাহ আল মাদানী।