একতরফা নির্বাচন ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলতে হবে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ১০:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
একতরফা নির্বাচন ঠেকাতে পাড়ায়, মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যে দেশে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনও পুলিশ ব্যবহার করে নিজেদের আয়ত্বে নেয়, সে দেশে সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ওপর আস্থা রাখা যায় না বলে জানান তিনি। বিকেলে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে একথা বলেন মির্জা ফখরুল।
দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় যুবদল।
এতে অংশ নিতে দুপুর থেকে জড়ো হন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতারা, কারাগারে আটক রাজবন্দিদের মুক্তির দাবি জানান।
সুপ্রিম কোর্টে হামলার তীব্র নিন্দা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ভোট গ্রহনের দাবি জানান।
সরকার রেবের পর গোয়েন্দা পুলিশকে ব্যবহার করে বিরোধী দলকে গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।