ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন চালু রাখতে চায় আওয়ামীলীগ : ফখরুল
- আপডেট সময় : ০১:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে।
১৯৭৫ সালে তারা বাকশাল করেছিল, আবারও তারা ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা চালু রাখতে চায়।
সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।
এ সময় জেলার শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এক কথায় বলবে; রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয়হীনতার অভাব তার একমাত্র সমাধানের উপায় তত্ত্বাবধায়ক সরকার। যার মধ্য দিয়ে সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
তত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এটা দেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা