একদিনে জোড়া রেকর্ড ভাঙলো ভারতের করোনা আক্রান্তের সংখ্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
একদিনে জোড়া রেকর্ড ভাঙলো ভারতের করোনা আক্রান্তের সংখ্যা।দৈনিক সংক্রমণের নিরিখে একদিনে বিশ্বরেকর্ড হলো।
একদিনে দেশে করোনার কবলে পড়েছেন প্রায় সাড়ে ৮৬ হাজার মানুষ। অন্যটি হল, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০ লাখ। ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন। যা গতকালের থেকে প্রায় ৩ হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ হাজার ৫৬১ জন।