একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে বগুড়ার মাঝিড়া সেনানিবাসে আর্মড কোর সেন্টার এন্ড স্কুলের সাঁজোয়া কোরের ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এ কথা বলেন তিনি।তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল এস এম কামরুল হাসান এবং জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল খালেদ-আল-মামুন। এছাড়া সেনাপ্রধান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সাঁজোয়া কোরের বীর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। পরে বগুড়া আর্মি মেডিকেল কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করে বিভিন্ন বিভাগ ও বিদ্যমান সুযোগ সুবিধাসমূহ পরিদর্শন করেন।