একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা শ্রাবণের পরিবার
- আপডেট সময় : ০৭:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৮১২ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদযাত্রায় প্রথম শহীদ মো. শ্রাবণ গাজী। ৫ আগস্ট পদযাত্রা করে ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের করা গুলি শ্রাবণের মাথায় লাগে। মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন শ্রাবণ। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা শ্রাবণের পরিবার।
মান্নান গাজী ও শাহনাজ বেগম দম্পতির একমাত্র ছেলে শহীদ শ্রাবণ গাজী। মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল শ্রাবণ। গত ১৬ জুলাই দেশে আসে সে। ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুদের সাথে পদযাত্রায় অংশ নেয় শ্রাবণ। ওই দিন দুপুরে পদযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেট এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুলিতে মারা যায় সে।
কান্নাজড়িত কন্ঠে ছেলের সাথে নিজের শেষ মুহুর্তের স্মৃতিচারণ করেন শ্রাবণ গাজীর মা শাহনাজ বেগম।
যে বিজয়ের জন্য ছেলে জীবন উৎসর্গ করেছে, সেই বিজয় গাঁথার কোথাও সন্তানের এই আত্মত্যাগের কথা লেখা হোক– এমনটা প্রত্যাশা করেন তিনি।