একশ’ বছর আগে নির্মিত ৪১১টি ব্রিজের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ
- আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৬০৭ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের নয় জেলায় রেলপথে, একশ’ বছর আগে নির্মিত ৪১১টি ব্রিজের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসব রুটে প্রতিদিন, ঝুঁকি নিয়ে চলছে ৪৬টি ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে লালমনিরহাট ডিভিশনে দেশের উত্তরাঞ্চলে নয়টি জেলায় রেলপথ রয়েছে পাচশ’ কিলোমিটার। এই দীর্ঘ রেলপথে প্রতিদিন ৪৬টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল করে । ছোট-বড় মিলিয়ে ব্রিজ আছে ৪১১টি। প্রায় একশ’ বছর আগে রেল চালুর সময় চুন-সুরকি আর ইটের গাঁথুনিতে বানানো হয় ব্রিজগুলি।
অনেক ব্রিজের পিলারের কোথাও মাটি সরে গেছে, কোথাও মরিঢা ধরেছে, আবার কোথাও দেবে গেছে। এরইমধ্যে হাজার হাজার যাত্রী নিয়ে ঝুঁকিতে চলছে ট্রেন।
পুরাতন ব্রিজগুলো পুনরায় সংস্কার ও মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী।
ট্রেন চলাচল নিরাপদ করতে, রেলপথ ও ব্রিজ জরুরী ভিত্তিতে সংস্কার ও পুনর্নির্মাণের দাবি করেন এ অঞ্চলের মানুষ।