একষট্টি দিনে নুসরাত হত্যার বিচার শেষ হওয়া প্রশংসনীয়: ব্যারিস্টার শফিক
- আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৫৬১ বার পড়া হয়েছে
আদালত সংশ্লিষ্টরা উদ্যোগী হলে নুসরাত হত্যার বিচারের মতো ন্যয়বিচার দ্রুত পাওয়া সম্ভব বলে মনে করেন আইনজ্ঞরা। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, ৬১ দিনে মামলার বিচার শেষ হওয়ায় আইনজীবী, সাক্ষী ও আদালতের ভূমিকা প্রশংসনীয়। আর দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ন্যয়বিচারের জন্য নুসরাতের রায় একটা উদহারণ তৈরি করবে।
মাত্র এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেয়ার ঘটনা খুব বেশি মামলায় নেই। নুসরাত হত্যার ঘটনায় ১২ সাক্ষীর স্বীকারোক্তিমূলক জবাববন্দি, যুক্তি, জেরা ও সাক্ষ্য প্রমাণ উপস্থাপন; এতোকিছু হয়েছে দ্রুত গতিতে। এ ক্ষেত্রে পুলিশ, দু’পক্ষের আইনজীবী ও আদালতের ভূমিকা ছিল বেশ জোরালো।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বললেন, কেন এমন দৃষ্টান্ত অন্য সব মামলায় ক্ষেত্রে দেখানো যাচ্ছে না।
মামলা দ্রুত বিচার শেষ করতে সংশ্লিষ্টদের মানসিকতাকে দায়ী করলেন দুর্নীতি দমন কমিশনের এই আইনজীবী।
দু’জনই মনে করেন সাক্ষী প্রমাণ ও যুক্তি-তর্কে দুর্বলতা না থাকলে উচ্চ আদালতেও নুসরাত হত্যার রায় খুব বেশি হেরফের নাও হতে পারে।
সার্বিক বিচার প্রক্রিয়া তরান্বিত করতে এমন দৃষ্টান্তমূলক রায় অপরাধীদের দমনে সহায়তা করবে বলে বিশ্বাস তাদের।