একসঙ্গে এসএসসি পাস করলেন বাবা-ছেলে
- আপডেট সময় : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
এবার এসএসসি পরীক্ষায় ৪৫ বছর বয়সী এখলাস উদ্দিন অংশগ্রহণ করেছিলেন। তিনি জিপিএ-৫ পেয়ে পাশ করেছেন। একইসঙ্গে তার ছেলে রাকিবুল হাসানও এসএসসি পাস করেছে।
এখলাস উদ্দিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাই কারিগরি ইনস্টিটিউট থেকে পাস করেছেন। তার ছেলে রাকিবুল পাস করেছে গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। বাবা জিপিএ–৫ পেলেও ছেলে পেয়েছে ৪ দশমিক ৮৬।
বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাশের খবর পেয়ে গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বাবা–ছেলেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এখলাস দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
বাবা–ছেলের একসঙ্গে এসএসসি পাসের খবরে গৌরীপুরের মানুষের মধ্যে বেশ আলোচনা চলছে।
এখলাস উদ্দিন বলেন, ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি ওই বছর পরীক্ষা দিতে পারেননি। পরে তিনি গৌরীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ায় আর সুযোগ হয়ে উঠেনি। স্ত্রীর উৎসাহে ৪৫ বছর বয়সে আবারও তিনি এসএসসি পরীক্ষা দেন।
এখলাস উদ্দিন আরও পড়াশোনা করতে চান। তিনি চান, ছেলে বড় হয়ে প্রকৌশলী হোক।
বিভি/এনএ