একাত্তরে গণহত্যা, ধর্ষণসহ সুনির্দিষ্ট ৭ অভিযোগে মৃত্যুদণ্ড ৭
- আপডেট সময় : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৯২৭ বার পড়া হয়েছে
একাত্তরে গণহত্যা, ধর্ষণসহ সুনির্দিষ্ট ৭ অভিযোগে বাগেরহাটের খাঁন আকরামসহ ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে জামায়াত নেতা নিজামী এবং আজহারের মামলার রেফারেন্স তুলে ধরে ট্রাইব্যুনাল জানান, অপরাধের গভীরতা বিবেচনায় নিয়েই সবাইকে সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানান আসামীপক্ষ।
বয়সের ভারে নূয্য এই মানুষদের সহযোগিতায় একাত্তরে বাগেরহাটসহ এর আশপাশের এলাকায় গণহত্যা ধর্ষণসহ ত্রাসের রাজত্ব কায়েম করে হানাদার পাকিস্তানিরা। রাষ্ট্রপক্ষের এমন ৭টি অভিযোগে ২০১৮ সালের ১ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় ট্রাইব্যুনালে।
মামলায় রাষ্ট্রপক্ষে ২৭ জন সাক্ষী থাকলেও আসামীপক্ষে ছিলেন না কেউ। এমনকি আইনজীবীও নিয়োগ পায় রাষ্ট্রীয় খরচে। উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে চলতি বছর ৭ অগাস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সবশেষ রায়ের দিন ৭ আসামীকেই সর্বোচ্চ সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বয়সের বিবেচনায় আসামীদের প্রতি অনুকম্পার আবেদনে আলোচিত জামায়াত নেতা নিজামী ও আজহারের মামলার উদাহরণ তুলে ধরে ট্রাইব্যুনাল। তবে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানায় আসামীপক্ষ। আলোচিত এই মামলার ৭ আসামীর মধ্যে ৪ আসামী পলাতক বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদের গ্রেফতারের পর সাজা কার্যকরের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।