একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আজ
- আপডেট সময় : ০১:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
কাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বিকেলে। আগামীকাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করা হবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তেল, গ্যাস ও সারের ভর্তুকির জন্য অর্থের সংস্থান, ঋণ পরিশোধ, বেসরকারি বিনিয়োগ বাড়ানো, রাজস্ব আহরণের পরিমাণ বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট তৈরি করেছে সরকার। আগামীকাল বেলা ৩টায় জাতীয় সংসদে বিশাল এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করা হবে। এটি বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের পঞ্চম বাজেট। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী বছরে জনগণকে তুষ্ট করার রূপরেখা থাকছে আসন্ন বাজেটে। এ লক্ষ্যে ‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে এবারের বাজেটে প্রস্তুত করা হয়েছে সরকারের অর্জন এবং বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।