একাদশ-দ্বাদশ শ্রেণির মূল চারটি বই এখনও ছাপা শুরু হয়নি
- আপডেট সময় : ০১:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও একাদশ-দ্বাদশ শ্রেণির মূল চারটি বই এখনও ছাপা শুরু হয়নি। বইগুলো হচ্ছে—সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ইংরেজি ও বাংলা ভার্সন)।
অভিযোগ উঠেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশ্লিষ্টরা বই ছাপার বিষয়ে গুরুত্ব না দেয়ায় দেরিতে বই ছাপতে হবে মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানগুলোকে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত বই ছাপার চূড়ান্ত আদেশ পায়নি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানগুলো। এনসিটিবি আজ ছুটির দিন বই ছাপার অনুমোদন দেবে বলে জানা গেছে। তারপর শুরু হবে বই ছাপা। এবার পাঁচটি লটে মোট বই ছাপতে হবে ৪২ লাখের বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শনিবার থেকে বই ছাপা শুরু হলেও সব বই ছাপা, বাইন্ডিং ও সরবরাহ করা ২ মার্চের মধ্যে সম্ভব নয়। কিছু বই ছাপিয়ে উদ্বোধনী কার্যক্রম করা হবে।