একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবের প্রথম জানাজায় তাঁর সহকর্মী, সহযোগী, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শুভ্যানুধায়ীরা জানাজায় অংশ নেন।
এরপর রিয়াজ উদ্দিন আহমেদকে নিয়ে যাওয়া হবে তাঁর জন্মস্থান নরসিংদীর মনোহরদী উপজেলার গ্রামের বাড়িতে। সেখানে জোহর নামাজের পর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
শেষ জানাজা হবে রাজধানীর বনানীর বাসভবনে। বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে ওনাকে দাফনের কথা রয়েছে। রিয়াজ উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। রিয়াজ উদ্দিন আহমেদ ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ এবং ‘দ্য নিউজ টুডে’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি চারবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।