একের পর এক করোনা বিধিনিষেধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটির পর্যটন ব্যবসা
- আপডেট সময় : ০৩:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
একের পর এক করোনা বিধিনিষেধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটির পর্যটন ব্যবসা। ভরা মৌসুমেও পর্যটক শুন্য পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক না থাকায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কাজ হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। এ খাতের ধ্বস ঠেকাতে সরকারী প্রণোদনার দাবি ব্যবসায়ী নেতাদের।
ডিসেম্বরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রমের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাঙামাটিকে করোনার রেড জোন ঘোষণা করা হয়। এরপরে আরেক দফা ধ্বস নামে রাঙামাটির পর্যটন ব্যবসায়। চলমান বিধিনিষেধে একেবারেই কমে গেছে পর্যটক। পর্যটন ঘাটে সারি সারি টুরিষ্ট বোট দাঁড়িয়ে থাকলেও নেই পর্যটক। যাত্রী পাচ্ছে না অটোরিক্সা চালকরাও। বেচাবিক্রি নেই পর্যটক নির্ভর উপজাতীয় বস্ত্র বিতানগুলোতে। রোজগার না থাকায় মানবেতর জীবন যাপন করছে পর্যটন শ্রমিকরা।
করোনা সংক্রমণ শুরু হবার পর বেশ কয়েকটি মৌসুমে মার খায় রাঙামাটি পর্যটন ব্যবসা। এবারও শীতের ভরা মৌসুমে মার খেয়ে হতাশ রাঙামাটির ব্যবসায়ীরা। পর্যটন খাতের ধ্বস ঠেকাতে সরকারী প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
করোনার প্রাদূর্ভাব কেটে গেলে আবারো পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াবে এমন আশায় বুক বেধে আছেন সংশ্লিষ্টরা।