এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে ট্রেন স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম-গামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।