এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে শাহী সরদার নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ভোরে উপজেলা সদরের ছোট যমুনার থানা সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার দুপুরে নদীর পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কলেজ ছাত্র। এরপর পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই ছাত্রের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানায় পুলিশ। নিহত শাহী সরদার ঢাকার একটি বেসরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।