এক কোটি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি।
সকালে রাজধানীতে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় তিনি বলেন, প্রকৃত দাবিদারদের কাছে কম দামে পণ্য পৌঁছে দেয়া টিসিবি’র উদ্দেশ্য। এবারও ১১০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকায় এক কেজি চিনি এবং ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন কার্ডধারীরা। ঢাকার ৩’শ এবং সারাদেশে সাড়ে ৩ হাজার ডিলারের মাধ্যমে মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলবে। কোথাও অনিয়ম হচ্ছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।