এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে ৪ মানব পাচারকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সৌদি আরবে পাঠানোর কথা বলে এক নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে ৪ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে রেব। দুপুরে রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দুই বছরে ভিসা ও বিমানের টিকেট জালিয়াতির মাধ্যমে শতাধিক মানুষের সাথে প্রতারণা করেছে।
দীর্ঘ দিন ধরেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারীদের পাচার করে আসছে বেশ কয়েটি চক্র। রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকা থকে সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতাসহ ০৪ জনকে গ্রেফতার করে রেব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্ট, জাল ভিসা ও টিকেট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়।
দুপুরে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব -৩ এর অধিনায়ক জানায়, সুনামগঞ্জ থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর রামপুরায় একটি বাসায় জিম্মি করে এক নারীকে ধর্ষণে করে পাচারকারীরা।
রেব জানায়,জনশক্তি রপ্তানির লাইসেন্স না থাকলেও গ্রামের অসহায় মানুষদের টার্গেট করে বিদেশে পাঠানোর নামে ৭-৮ লাখ টাকা আদায় করত চক্রটি।
গ্রেফতারকৃতরা দুই বছর ধরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মানব পাচার করে আসছে।