এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত আরকানসাস’র তিন পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আরকানসাস রাজ্যে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত হয়েছেন সেখানকার তিন পুলিশ কর্মকর্তা। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রমাণ সাপেক্ষে তাদের বরখাস্ত করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তিন পুলিশ সদস্য ২৭ বছর বয়সী রান্ডাল ওরচেস্টারকে রাস্তায় ফেলে মারছেন। ভুক্তভোগীর পেটে, পিঠে লাথি দিচ্ছেন একজন, অপরজন চড়-থাপ্পড় দিচ্ছেন। তৃতীয়জন ভুক্তভোগীর মাথা ফুটপাতের সঙ্গে আঘাত করছেন। স্টেট পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার সকালে ভুক্তভোগীর বিরুদ্ধে স্থানীয় একটি দোকানে হামলার অভিযোগ আনা হয়েছিল। ওই তিন পুলিশ সদস্য ঘটনার তদন্তে গিয়ে ঘটনাস্থলে পুলিশি আচরণ প্রদর্শন না করে নৃশংসতা দেখানোয় তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হলেও তারা বেতন পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।