এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের সিরিজ জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়েছে কিউইরা।
কিংস্টোনে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও ডেভিড কনওয়ের ৭১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিউইরা। কনওয়ে ৪২ করে ফিরে গেলেও টি-টুয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন গ্লেন ফিলিপস। ৪১ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। শেষদিকে ডেরাল মিচেলের ২০ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ২১৫ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা।