ঘোষণার সাত বছরেও বাড়েনি খুমেক হাসপাতালের প্রয়োজনীয় শয্যা ও জনবল
- আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার ঘোষণার সাত বছর পেরিয়ে গেলেও এখনও ৫শ’ শয্যাতেই পড়ে রয়েছে। বাড়েনি প্রয়োজনীয় শয্যা ও জনবল। তবে, সময়ের ব্যবধানে রোগী বেড়েছে কয়েকগুণ। নানা সংকটে চিকিৎসা নিতে আসা মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। কর্তৃপক্ষ বলছেন, কম জনবল নিয়ে আড়াই গুণেরও বেশি রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।
২০০৮ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ৫’শ শয্যায় উন্নীত করা হয়। ২০১৪ সালে এই হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হয়। তবে ১ হাজার শয্যার হাসপাতাল হলেও সেই অনুযায়ী নেই জনবল। বাড়েনি শয্যা সংখ্যা ও সুযোগ সুবিধা। বিভাগের ১০ জেলা ছাড়াও আশপাশের অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে বরাদ্দকৃত ওষুধও পান না তারা। এমনকি অপারেশনের জন্যও অপেক্ষা করতে হয় দিনের পর দিন।
ঋতু পরিবর্তনে কারণে ঠান্ডা, জ্বর-কাশির রোগী সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। তাই হাসপাতালে চাপ বেড়েছে বলে জানান এই চিকিৎসক।
হাসপাতালে ৫’শ শয্যা থাকলেও প্রতিদিন রোগী ভর্তি থাকে ১২’শ থেকে ১৩’শ। ৫৩ ভাগ চিকিত্সক ও ৭০ ভাগেরও বেশি স্টাফের পদ এখনও শূন্য।এত কম জনবল নিয়ে আড়াই গুণেরও বেশি রোগীর সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তারা।
তবে রোগীর চাপ সামলাতে সব শূন্য পদে চিকিৎসক ও জনবল নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।