এখন থেকে অনলাইনে দেয়া যাবে জমির খাজনা
- আপডেট সময় : ০৭:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এখন থেকে দেশে কিংবা বিদেশে থেকেও ঘরে বসেই অনলাইনে দেয়া যাবে নিজ নিজ জমির খাজনা। এমনটি জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৪টি জেলায় পরীক্ষামূলক এই পদ্ধতি চালু হলেও ২০২১ সালের জুনের মধ্যে সারাদেশে শেষ হবে পুরনো ম্যানুয়াল পদ্ধতিতে ভূমিকর নেয়া। দুপুরে নিজ মন্ত্রণালয়ে ডিজিটাল ভূমিকর পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
সারাদেশে ছড়িয়ে থাকা সব জমাজমির মালিকানা সরকারের না হলেও বছরান্তে তাকেই দিতে হয় খাজনা বা ভূমিকর। বেচাকেনার মাধ্যমে এক হাত থেকে অন্যহাতে বদল হয় জমি। আবার মালিকের মৃত্যু কিংবা ওয়ারিশান বৃদ্ধির সাথে সাথে জমির মালিকানা নিয়েও তৈরী হয় নানা জটিলতা। আর তখন নামজারি ও খাজনা নেয়া নিয়ে ভূমি অফিসে চলে দালালচক্রের নানা তৎপরতা।
ভুমি মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে এসব অনিয়ম স্বীকার করেই সচিব জানান, ম্যানুয়াল পদ্ধতিতে এখনো জমাজমির এসব কাজ চলায় অনেক কর্মকর্তা-কর্মচারী নানা ধরনের অনিয়ম-দুর্নীতিরও আশ্রয় নেন। এসব অনিয়ম বন্ধে জমাজমির করসহ সব সার্ভিসই এখন ডিজিটালাইজ করা হচ্ছে।ভূমিমন্ত্রী জানান, ডিজিটালের ছোয়া এখন আর স্বপ্নে কিংবা কাগজে-কলমে থাকছে না। রূপ নিচ্ছে বাস্তবে।
তবে ডিজিটালের কারণে দুর্নীতি কতটা কমবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানুষে-মানুষে সংস্পর্শ কমে যন্ত্রের ব্যবহার যতো বাড়বে, দুর্নীতিও ততো কমে আসবে।অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী এই প্রকল্পের বাস্তব অবস্থা তুলে ধরলে বিভিন্ন মৌজার জমির দামের তারতম্য কমাতে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসার আশ্বাস দেন ভূমিমন্ত্রী।