ওমিক্রনের কারণে আফ্রিকার কোথাও মৃত্যুর হার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যায়নি
- আপডেট সময় : ০১:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের ওমিক্রন ধরনে সংক্রমিত ব্যক্তির উপসর্গ ‘খুবই মৃদু’ প্রকৃতির এবং এখন পর্যন্ত এটির কারণে আফ্রিকার কোথাও কোভিড–১৯–এ মৃত্যুর হার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যায়নি।
ওমিক্রন নিয়ে এমন ধারণায় ক্রমেই আত্মবিশ্বাসী হচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং করোনা মহামারি বিষয়ক বিশেষজ্ঞরা। এতে বিশ্বজুড়ে করোনার নতুন এ ধরনটি নিয়ে চলা আতঙ্কের মধ্যে কিছু স্বস্তির ভাব দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশকে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে পরামর্শ দিয়েছে আতঙ্কিত না হওয়ার। দক্ষিণ আফ্রিকা থেকে যত বেশি খবর সংগৃহীত হচ্ছে, তাতে করোনার নতুন ধরন ওমিক্রন আগের বিপজ্জনক ডেলটা ধরনের চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ওমিক্রনে আক্রান্ত কোনো ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়া বা মারা যাওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।