এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। পরাজিত হলেও বিজয়ী মেয়রকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আলোচিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।
সকালে নোয়াখালীর বসুরহাটে উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি বলেন, এখানে যে নির্বাচন হচ্ছে তা অবাধ,সুষ্ঠু নির্বাচন হবে। ভবিষ্যতে সারা বাংলাদেশে এ নির্বাচন অনুসরণ হয়ে থাকবে। আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হবো। আর নির্বাচিত যদি আমি না হই আমার প্রতিদ্বন্দ্বি যিনি নির্বাচিত হবেন তাকে অভিনন্দন জানিয়ে আমি বাড়ি ফিরে যাবো। তার উন্নয়নের কারণেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে বলেও জানান তিনি।