এফবিসিসিআই কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করে না
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এফবিসিসিআই কালো টাকা সাদা করার সুযোগকে সমর্থন করে না, কারণ এটি সৎ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে। তদুপরি এ ধরনের সুযোগ মানুষকে বিদেশে টাকা পাচার করতে উৎসাহিত করতে পারে। এমন মন্তব্য করেছেন- এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জসিম উদ্দিন বলেন, ‘একজন সৎ করদাতা যখন তার নিয়মিত ২৫ শতাংশের পরিবর্তে মাত্র ৭ শতাংশ করের বিনিময়ে টাকা সাদা করতে দেখবেন, তখন তিনি অর্থ পাচারকেই সবচেয়ে বেশি সুবিধাজনক বলে বিবেচনা করবেন।’ ‘হয়তো সরকার আপাতত কিছু পাচারকৃত ডলার যেন ফিরে আসে সেজন্য এ উদ্যোগ নিয়েছে। তবে এর দীর্ঘমেয়াদি দিকও ভাবা প্রয়োজন’, বলেন তিনি। বাজেটে সরকারকে বেশ কিছু ব্যবসাবান্ধব পদক্ষেপ গ্রহণের জন্য স্বাগত জানিয়েছে দেশের শীর্ষ এ ব্যবসায়ী সংগঠন। তবে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের বিরোধিতাও করেছে এফবিসিসিআই।