বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই : ড.এ বি মির্জা আজিজুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.এ বি মির্জা আজিজুল ইসলাম।
সকালে, এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রস্তাবিত বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে’ শীর্ষক ছায়া সংসদে তিনি একথা বলেন। আজিজুল ইসলাম জানান, মূল্যস্ফীতির কারনে দেশে দারিদ্রসীমা ৩০ শতাংশে নেমে এসেছে। বাজেটে অর্থ বরাদ্দ থাকলেই হবে না বরাদ্দকৃত অর্থ সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। তিনি বলেন, বাজেটে ব্যাংকিং খাতে বরাদ্দের কথা উল্লেখ নেই। ব্যাংকিং খাতে অপরিশোধিত ঋন রয়েছে ১ লাখ ৩১ হাজার ২০ কোটি টাকা। জিডিপি টার্গেট অবাস্তব বলেও মনে করেন অর্থনীতিবিদ আজিজুল ইসলাম