এবার আরো উন্নত সামরিক সরঞ্জাম পাচ্ছে ইউক্রেন
- আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
অতীতের দ্বিধা ঝেড়ে ফেলে ফ্রান্স, জার্মানি ও অ্যামেরিকা ইউক্রেনকে উন্নত সাঁজোয়া গাড়ি পাঠাচ্ছে৷ রাশিয়া এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে৷ ইউক্রেন ব্যাটেল ট্যাংকও চাইছে৷
গত বছর রাশিয়ার হামলা শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ধাপে ধাপে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে চলেছে৷ রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে ন্যাটো দেশগুলি প্রথমে কিছু অস্ত্রের ক্ষেত্রে দ্বিধা দেখালেও পরে সংশয় ঝেড়ে ফেলে সেই অস্ত্রও পাঠিয়ে আসছে৷ বিশেষ করে সে দেশে বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের উপর রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ওয়াশিংটন ও ব্রাসেলসের সংযম কমিয়ে দিচ্ছে৷ সেই প্রবণতার অংশ হিসেবে এবার ইউক্রেনের ডাকে সাড়া দিয়ে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি আরও উন্নত সাঁজোয়া গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সবার আগে ইউক্রেনকে ‘এএমএক্স-১০ আর সি’ নামের বিশেষ ধরনের ‘লাইট ট্যাংক’ দেবার সিদ্ধান্ত নেন৷ এর ঠিক পরে ওয়াশিংটন ও বার্লিনও দ্বিধা ঝেড়ে ফেলে কিছু সাঁজোয়া গাড়ি পাঠানোর ঘোষণা করলো৷ বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলে সেই মর্মে এক যৌথ বিবৃতি দেন৷
জার্মানি ইউক্রেনকে মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল নামের সাঁজোয়া গাড়ি দেবে বলে জানিয়েছে৷ তবে যানের সংখ্যা ও হস্তান্তরের সময় নিয়ে বিস্তারিত জানা যায় নি৷ এখনো পর্যন্ত শুধু পূর্ব ইউরোপের দেশগুলির কাছে থাকা সোভিয়েত আমলের এমন সাঁজোয়া গাড়ি ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে৷ এই প্রথম যুদ্ধক্ষেত্রে পশ্চিমা বিশ্বে তৈরি এই ধরনের সাঁজোয়া গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিলো প্যারিস, বার্লিন ও ওয়াশিংটন৷ ইউক্রেনের জন্য প্রায় ২৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জামের আওতায় অ্যামেরিকা ৫০টি তথাকথিত ‘ব্র্যাডলি ট্যাংক’ পাঠাচ্ছে৷ জার্মানির ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেক বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি পশ্চিমা বিশ্ব থেকে সাঁজোয়া গাড়ি পাবার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জার্মান চ্যান্সেলর শলৎসের কাছে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর ঘোষণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ এক টুইট বার্তায় তিনি আগেই হাতে পাওয়া আইরিস-টি সিস্টেম ও গেপার্ড বিমান বিধ্বংসী ট্যাংকের জন্য জার্মানির প্রশংসা করেন৷ তবে ইউক্রেনের অনুরোধ মেনে জার্মানি এখনো ‘লেপার্ড ২’ ব্যাটেল ট্যাংক না পাঠানোর বিষয়ে জেলেনস্কি কোনো মন্তব্য করেন নি৷ অ্যামেরিকাও আপাতত ‘অ্যাব্রামস’ ব্যাটেল ট্যাংক পাঠাচ্ছে না৷ তা সত্ত্বেও জেলেনস্কি মাক্রোঁ ও বাইডেনের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
এমন ঘোষণার পর ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন৷ তার মতে, অ্যামেরিকার সাম্প্রতিক আচরণ দেখিয়ে দিচ্ছে যে সে দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একেবারেই আগ্রহী নয়৷ রুশ রাষ্ট্রদূত আরো বলেন, কিয়েভকে শুধু রক্ষণাত্মক সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলে পশ্চিমা বিশ্ব যে দাবি করে আসছে, সেটাও মেনে নেওয়া যাচ্ছে না৷
এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)