এবার ওষুধের দাম বাড়ার ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
এবার ওষুধের দাম বাড়ার ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, বিশ্ববাজারে ওষুধ তৈরির কাঁচামালের দাম বেড়েছে। প্রস্তাবিত বাজেটেও কিছু পণ্যের মূল্য বাড়ায় দেশে ওষুধের দাম বৃদ্ধি পাবে।
সচিবালয়ে ওষুধ প্রস্তুতকারী সমিতির সঙ্গে সভাশেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে, ওষুধের মান ঠিক রেখে কাঁচামালের সাথে সামঞ্জস্য বিবেচনা করে মূল্যবৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী। করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে জানিয়ে সবাইকে শিগগিরই বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, অনেকের মধ্যে করোনা ভাইরাসের বুস্টার ডোজ নেয়ার অনীহা রয়েছে। বুস্টার ডোজ নেয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে।