এবার চীনের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন সিঙ্গাপুরের এক নাগরিক
- আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ওয়াশিংটন-বেইজিং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এবার চীনের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন সিঙ্গাপুরের এক নাগরিক।
জুন উই ইয়োর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরামর্শক পরিচয় ব্যবহার করে চীনা গোয়েন্দা সংস্থার জন্য তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ গোপন করার দায়ে দেশটির এক গবেষককেও যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করা হয়। হংকং, দক্ষিণ চীন সাগর এবং প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের উৎস নিয়ে মুখোমুখি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরেই গুপ্তচরবৃত্তির অভিযোগকে ঘিরে কথার লড়াই চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র হিউস্টনের চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয়। তার পাল্টায় বেইজিংও পরে সিচুয়ান প্রদেশের চাংতুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়।