এবার দেশে তৈরি রকেট উড়বে মহাকাশে
- আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
এবার দেশে তৈরি রকেট উড়বে মহাকাশে। শুনতে অবাক লাগলেও, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থী- উদ্ভাবন করেছেন প্রোটো টাইপের ৪টি রকেট। যার দুটির নাম দেয়া হয়েছে- ধূমকেতু ওয়ান এবং ধুমকেতু-টু। তবে, এই রকেট আকাশে উড়তে সক্ষম কিনা, তা এখনো পরীক্ষা করা হয়নি। এজন্য সরকারের সহায়তা চাইছেন তারা। আকাশে ওড়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে ধূমকেতু ওয়ান।
আকাশে ওড়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে ধূমকেতু ওয়ান রকেটের। রাখা হয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্টিক্যাল এন্ড ইলেক্টনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের নেতৃত্বে রকেট তৈরির কাজ শুরু করেন একদল তরুণ। দীর্ঘ চার বছরের গবেষণায় যার প্রথম ধাপের পূর্ণতা মেলে এবছর। ২০১৯ সালে কাজ শুরু করে তিন বছরের গবেষণায় প্রাথমিক সফলতার চূড়ায় পৌঁছানোর দাবি তরুণদের।
প্রজেক্টটি এখন চূড়ান্ত ধাপে রয়েছে। রকেটটি ২০ কিলোমিটার উপরে উঠবে সাথে সাথে নেমেও যাবে। তবে এটি বাস্তবে আকাশে উঠবে কিনা তা এখনো পরিক্ষা করা হয়নি। ৬ ফুট উচ্চতার এই রকেট নিয়ে কাজ করতে ডিজাইন করা হয়েছে একটি সফ্টওয়্যার।
ছাত্রদের সাফল্যে গর্বিত শিক্ষকরা। তারা রকেট প্রজেক্ট দৃশ্যমান করতে সরকারি সহযোগীতা চেয়েছেন।
সম্প্রতি রকেটসহ ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। ২০ জনের এই দলটির আশা সরকার তাদের প্রজেক্টের পাশে দাঁড়াবে।