এবার পেঁয়াজের ভান্ডার খ্যাত পাবনার সুজানগরেই ব্যাহত হয়েছে আগাম জাতের পেঁয়াজ আবাদ
- আপডেট সময় : ০৮:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
অসময়ে বন্যা ও বৃষ্টি এবং দেরিতে বর্ষার পানি নামায় এবার পেঁয়াজের ভান্ডার খ্যাত পাবনার সুজানগরেই ব্যাহত হয়েছে আগাম জাতের পেঁয়াজ আবাদ। এখন পেঁয়াজ ঘরে ওঠার কথা থাকলেও অনেকে জমিই প্রস্তুত করতে পারেনি। ক্ষেত নষ্ট হওয়ায় দ্বিতীয় দফায় আবারও জমি প্রস্তুত করতে হচ্ছে। এতে খরচ বাড়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষক।
এবার জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে সুজানগর উপজেলায় আবাদ করা পেঁয়াজ। সেপ্টেম্বরের শেষ সপ্তা থেকে অক্টোবরের প্রথম সপ্তার মধ্যে আগাম জাতের পেঁয়াজ জমিতে রোপণ করা হয়। কিন্তু হঠাৎ পদ্মার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় ক্ষেত। দ্বিতীয় দফায় আগাম জাতের পেঁয়াজ আবাদ শুরু হলেও অনেকের জমি এখনও পতিত পড়ে আছে।
তবে অপেক্ষাকৃত উঁচু জমির পেঁয়াজ নষ্ট না হওয়ায় সেগুলো ১০-১৫ দিনের মধ্যে তোলা হবে। নতুন করে আবাদে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। চলতি বছর ৯ হাজার ৭৬৫ হেক্টর জমিতে আগাম জাতের পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২২ হাজার ৩৮৮ মেট্রিক টন।