এবার বেগুনসহ বেশ কিছু সবজি চাষ শুরু হয়েছে ককোপিট পদ্ধতিতে
- আপডেট সময় : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
মাটিতে নয়; এবার বেগুনসহ বেশ কিছু সবজি চাষ শুরু হয়েছে ককোপিট পদ্ধতিতে। এই পদ্ধতিতে ফসলের রোগবালাই হয় কম, ফলে কীটনাশক কিংবা সারের ব্যবহার লাগে তুলনামূলক অল্প। কম খরচেই অধিক লাভবান হচ্ছেন কৃষক। ফলে ককোপিট পদ্ধতিতে চাষাবাদের আগ্রহ বাড়াছে কৃষকদের মাঝে।
নওগাঁর রানীনগর উপজেলার চাষি মাসুদ রানা শুরু করেছেন ককোপিট পদ্ধতিতে বেগুন চাষ। যেখানে চারা কিংবা গাছ রোপন করতে হয় না মাটিতে। ফলে রোগবালাই নেই বললেই চলে। এমন পদ্ধতিতে বর্ষাসহ সব মৌসুমেই চাষ করা যাবে সবজি। মাটির তুলনায় ফলনও পাওয়া যায় বেশি।
শুধু বেগুনই নয়; টোমেটও চাষ হয়েছে এখানে। মাসুদের নতুন নতুন চাষ পদ্ধতি দেখে আগ্রহ বাড়ে অন্যান্য চাষিদের। প্রতিনিয়তই চাষীরা আসেন তার কাছে পরামর্শ নিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নারিকেলের খোসা গুড়া করে তৈরি করা হয় ককোপিট। গাছ মাটির সংস্পর্শ থাকে না বলে রোগবালাই হয় কম। সার-সেঁচের ব্যবহারও লাগে অল্প।
মাসুদ রানার সবজি প্রকল্পের প্রায় দেড় বিঘা জমিজুড়ে ককোপিট পদ্ধতিতে চাষ করা হয়েছে বেগুন।