এবার লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
মাওলানা যুবায়ের আনসারীর জানাজায় লাখো মানুষের উপস্থিতির পর এবার লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর লেখালেখির প্রতিবাদে রোববার এ সমাবেশ হয়।
স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার থানাকান্দিতে পা কেটে পৈশাচিক খুনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদকে প্রধান আসামী করা হয়। এতে এমপি বুলবুলের হস্তক্ষেপ রয়েছে দাবি করে কবির চেয়ারম্যানসহ তার অনুসারীরা ফেসবুকে বুলবুলের ছবি দিয়ে অশ্লীল ভাষায় এমপি-বিরোধী নানা পোস্ট দিচ্ছেন। এর প্রতিবাদেই রোববার এ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। রাতে বীরগাঁও বাজারে এমপি বুলবুল অনুসারীরা ফেসবুকে কটাক্ষকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন।