এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাটের আবাদ ব্রাহ্মণবাড়িয়ায়
- আপডেট সময় : ০৮:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাটের আবাদ হয়েছে। প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের এক লাখ ৮০ হাজার মণ পাট উৎপাদিত হয়েছে। বাজারদর ঠিক থাকলে সুদিন ফিরবে বলে মনে করেন পাট চাষীরা। এদিকে, পাট চাষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
জেলার মেঘনা-তিতাস আববাহিকার বিস্তীর্ন ভূমি, পাট চাষের জন্য খুবই উপযোগী। এবার তিন হাজার ৯৪৯হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারন করলেও, পাটের আবাদ হয়েছে তারও বেশি জমিতে। চাষীরা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘাতে ১২ থেকে ১৪ মণ পাট হয়েছে। প্রতিমণ পাট এবার বিক্রি হচ্ছে ১৭’শ থেকে সাড়ে ১৮’শ টাকায়। লাভের পরিমান অনেকটা বেড়েছে বলে জানায়, চাষীরা।
চাষীদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সার-বীজসহ আর্থিক সহায়তা দেয়ার কথা জানান, এই কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার মধ্যে নাসিরনগরে পাটের আবাদ হয় সবচেয়ে বেশি। আগামীতে পাটের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।