এবার লিটারে এক লাফে ৩৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
- আপডেট সময় : ০৫:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঈদের পরে এবার লিটারে এক লাফে ৩৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। যা বাংলাদেশে তেলের দাম বাড়ার সর্বোচ্চ রেকর্ড। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা নির্ধারণ করেছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে দাম বাড়ার আগে থেকেই বাজার তেলশূন্য। এদিকে ঈদ-পরবর্তী বাজারে সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে সবজি ও মুরগির।
ঈদের পর ভোজ্যতেলের দাম এবার একলাফে লিটারপ্রতি ৩৮ টাকা বেড়ে হলো ১৯৮ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার অজুহাতে বাংলাদেশে তেলের এই মূল্য সমন্বয়ের কথা জানিয়েছে আমদানীকারকরা। তারপরেও বাজারে তেল ছাড়ছে না তারা।
সরিষা ও সূর্যমূখী ছাড়া বাজারে আর কোনো তেলের দেখা নেই। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের মাঝেও তেল নিয়ে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা। তারা এজন্য দায়ী করছেন সিন্ডিকেটকে।
এদিকে ঈদের পর কাঁচাবাজারেও বেড়েছে বেশিরভাগ সবজি ও মুরগির দাম। সরবরাহের ঘাটতিকে দাম বাড়ার কারণ হিসেবে দায়ী করছেন ব্যবসায়ীরা।
শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা। কাঁচামরিচ ১০০ টাকা। বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি। টমেটো ৬০ টাকা, করলা ৮০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৪০ টাকা কেজি।
বাজারে বেড়েছে সব ধরনের মাছ-মাংসের দাম। কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালি মুরগি প্রতিটি ৩০০ টাকা। গরুর মাংস ৭০০ টাকা, আর খাসির মাংস সাড়ে ৯শ’ টাকা কেজি।
অস্থির বাজারে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে, অদৃশ্য সিণ্ডিকেটকে নিয়ন্ত্রণে আনার দাবী ভুক্তভোগী সাধারণ ক্রেতাদের।