এবার লোকসান গুণতে হচ্ছে মেহেরপুরের লিচু চাষী ও ব্যাবসায়ীদের
- আপডেট সময় : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দাম না পাওয়া ও ফলন বিপর্যয়ে এবার লোকসান গুণতে হচ্ছে মেহেরপুরের লিচু চাষী ও ব্যাবসায়ীদের। খরা ও কালবৈশাখী ঝড়ে গাছের লিচু শুকিয়ে ফেটে যাওয়ার পাশাপাশি ঝরে পড়ায় ফলন কম হয়েছে। গাছে যা আছে তারও ভালো দাম পাচ্ছেন না বাগান মালিকরা।
দেশ জুড়ে সুখ্যাতি মেহেরপুরের লিচুর। রসালো মিষ্টি স্বাদের জন্য বিভিন্ন জেলা থেকে ব্যাবসায়ীরা ছুটে আসেন মেহেরপুরে। কিন্তু এবার লিচুর সু খবর নেই। অনাবৃষ্টি আর খরায় পুড়ে ফলন বিপর্যয়ে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ। গাছে থাকা লিচু আকার ছোট হওয়া এবং কালবৈশাখি ঝড়ে ফেটে যাওয়ায় ক্রেতা পাচ্ছেন না তারা।
লিচু চাষীরা বলছেন, গাছের ৫০ ভাগ লিচু নষ্ট হয়ে গেছে। যা বিক্রি করে খরচের অর্ধেকটা উঠবে না।
পাইকার ব্যবসায়ীদের দাবি, বাগান প্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান হবে। দেশের বিভিন্ন অঞ্চলে নিয়েও ভাল দাম পাওয়া যাচ্ছে না।
এদিকে লিচুর ফলন বিপর্যয় মোকাবিলায় চাষীদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
মেহেরপুরে এবার ৬ শো ৩০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে।