এমটিএফই অ্যাপসে বিনিয়োগ করে সর্বস্বান্ত বগুড়ার ২০ হাজার মানুষ
- আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
এমটিএফই অ্যাপসের মাধ্যমে রাতারাতি ধনী হওয়ার লোভে মূলধন হারিয়ে সর্বস্বান্ত বগুড়ার অন্তত ২০ হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের দাবি, বগুড়া থেকে প্রতারকরা হাতিয়ে নিয়েছে ১শ’ কোটি টাকারও বেশি। প্রতারকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তাদের।
আলোচনার শীর্ষে এখন অ্যাপস-ভিত্তিক প্রতিষ্ঠান- এমটিএফই। ডেসটিনি, যুবক, ইউনিপে-টু’র পর সারাদেশে এবার এমটিএফই’র মাধ্যমে প্রতারণার শিকার হাজার হাজার মানুষ। নানা প্রলোভন আর স্বপ্ন দেখিয়ে ভার্চুয়াল একাউন্ট খুলে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ১৬ই আগস্টের পর বন্ধ হয়ে যায় সব একাউন্ট।
বগুড়ায় অন্তত ২০ জন দালাল সিইওর মাধ্যমে নানা কৌশলে টাকা তুলেছে প্রতারকরা। একসময় যারা ডেসটিনিতে বিনিয়োগ করেছে, তাদেরই বড় অংশ যোগ দেয় এতে। শহরের শাপলা মার্কেট, হকার্স মার্কেট, নিউমার্কেটের অনেক ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অবশেষে পড়েছে বিপুল ক্ষতিতে।
প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসার দাবী- চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদের।
প্রতারক চক্রের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ আর জনগণকে আগেই সচেতন করতে উদ্যোগ নেবার দাবি জানান ক্ষতিগ্রস্তরা।