এমন একসময় আসবে বাংলাদেশিদের ডেকে নিয়ে ভিসা দেবে মার্কিন দূতাবাস : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের স্কলারশিপ পাওয়ার পরও যেতে পারছেন না এ প্রসংঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন এমন এক সময় আসবে বাংলাদেশীদের ডেকে নিয়ে ভিসা দেবে। এটা তাদের বিষয় না বলেও জানান তিনি। দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইনোভেশন আড্ডা শেষে এসব কথা বলেন তিনি। জানান জি-২০ সম্মেলনে যাওয়াটা সার্থক হয়েছে। এদেশের উন্নয়ন বিশ্ব নেতাদের কাছে বিস্ময়। জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে ফ্রান্স বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইনোভেশন আড্ডা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের অবস্থান এমন হবে যে, মার্কিন দূতাবাস ডেকে নিয়ে ভিসা দেবে।
পরে সাংবাদিকদের তিনি জানান, জি-২০ সম্মেলনে বিশ্ব নেতারা শেখ হাসিনার অর্জনের প্রশংসা করেছেন। নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তাসহ অমিমাংসিত ইস্যুতে কথা হলেও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবার মান ভালো হওয়ায়, ফ্রান্সের সাথে স্যাটেলাইট-২ স্থাপনের চুক্তি করেছে বাংলাদেশ বলেও জানান ড. এ কে আব্দুল মোমেন।