এমপি আনার হ’ত্যা : দুই আ’সামীকে ৬ দিনের রি’মান্ডে
- আপডেট সময় : ১০:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেফতার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালত রিমান্ডের এ আদেশ দেন। এদিকে হত্যার কিলিং মিশনে অংশ নেয়া ৭ আসামীকে গ্রেপ্তার করলেও এখনো এ হত্যার সুনির্দিষ্ট মোটিভ নিশ্চিত হতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক ও ব্যবসায়ীক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
ভারতের কলকাতায় এমপি আনোয়ারুল আজীম নিহতের পর আসামী ধরতে অভিযানে নামে দু’দেশের আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার সীতাকুন্ডের গহীন জঙ্গলে অভিযান চালিয়ে, ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে রিসিভ করে শিমুল ভূইয়া। আর সঞ্জীবা গার্ডেনের ফ্লাটে নিয়ে যায় ফয়সাল। আনার বুঝে যাওয়ার পর সঙ্গে থাকা ক্লোফর্ম দিয়ে তাকে অচেতন করে ফয়সাল। হত্যার পর ১৯ মে দেশে পালিয়ে আসে তারা। পেশায় ফয়সাল ও মোস্তাফিজ ট্রাক চালক। তিনি জানান, দেশে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন দফায় রিমান্ডে আনলেও, এখনও আনার হত্যার মূল কারণ জানতে পারেনি গোয়েন্দারা। আনার হত্যার মাস্টারমাইন্ড আকতারুজ্জামান শাহীন এখনো পলাতক। তাকে ধরতে ইন্টারপোলের সহোযোগিতা চেয়েছে বাংলাদেশ বলেও জানান হারুন অর রশীদ।